বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন পেতে আগ্রহী ১৪ থেকে ১৬ তম ব্যাচের শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে অনলাইনে অধ্যক্ষ-উপাধ্যক্ষ হতে আবেদন করতে পারছেন অধ্যাপকরা। ৩০ অক্টোবর পর্যন্ত তারা আবেদন করার সুযোগ পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ থেকে ১৬ ব্যাচের অধ্যাপক পযমর্যাদার কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আগ্রহীদের ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় (www.shed.gov.bd) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (www.dshe.gov.bd) ওয়েবসাইটের লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেয়া হলো। ওই আবেদনগুলো অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ৩১ অক্টোবরের মধ্যে কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করতে বলা হলো।
জানা গেছে, সরকারি কলেজের শিক্ষক বদলি-পদায়ন নীতিমালা ২০২০ অনুযায়ী অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের। অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে পাঠানো আবেদন বিবেচনা করবে না শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।