টিকটকের পর এবার চীনের উইচ্যাট নিষিদ্ধের ঘোষণা দিয়েছে কানাডা। সাইবার নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে দেশটি সরকারি ডিভাইসে এই মেসেজিং অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, উইচ্যাট ছাড়াও একই দিনে রাশিয়ার সাইবার নিরাপত্তা এবং অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম কাসপারস্কি ল্যাবের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
কানাডার প্রধান তথ্য কর্মকর্তা জানান, উইচ্যাট এবং কাসপারস্কির অ্যাপ্লিকেশনগুলোর গোপনীয়তা এবং নিরাপত্তায় একটি অগ্রহণযোগ্য ঝুঁকি রয়েছে। উভয় অ্যাপ্লিকেশনের ডেটা সংগ্রহের পদ্ধতি মোবাইল ডিভাইসে উল্লেখযোগ্য অ্যাক্সেস দেয়।
সর্বশেষ তথ্যমতে, কানাডা সরকার মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছ থেকে অ্যাপগুলো সরিয়ে দেবে এবং ভবিষ্যতে তা ডাউনলোড করার সুযোগ বন্ধ করে দেবে। এর আগে গত ফেব্রুয়ারিতে কানাডা সরকার সাইবার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে বেইজিং-ভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে নিষিদ্ধ করেছিল।