সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ল্যান্ডফোন চালু রাখতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই নির্দেশনা পুরাতন ৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের জন্য।
বৃহস্পতিবার (৮ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পুরাতন ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বিটিসিএল-এর ল্যান্ডফোন সংযোগ বরাদ্দ রয়েছে। প্রশাসনিক প্রয়োজনে এ অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কোনো-কোনো প্রতিষ্ঠানের ল্যান্ড ফোনের সংযোগ বিচ্ছিন্ন বা অচল পাওয়া যায়, যা অনাকাঙ্ক্ষিত।
এমন পরিস্থিতিতে, ওইসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বলা হয়েছে, বরাদ্দ পাওয়া ল্যান্ডফোন সার্বক্ষণিক সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।