দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পেলেন ১ লাখ ৩৯ জন শিক্ষার্থী। সরকারি ও সরকারিকৃত ৬৫৮ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য ১ লাখ ১৮ হাজার আসনে তারা ভর্তির সুযোগ পেয়েছেন। এসব আসনে ভর্তির জন্য ৫ লাখ ৬৩ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও সরকারিকৃত স্কুলে ভর্তির লটারি প্রক্রিয়া শেষ হয়। এখন বেসরকারি স্কুলে ভর্তির লটারি প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যে সরকারি ও সরকারিকৃত স্কুলে ভর্তির ফল ওয়েবসাইটে ও এসএমেসের মাধ্যমে পাবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: স্কুলে ভর্তি লটারির ফল জানবেন যেভাবে
নির্ধারিত ওয়েবসাইট (https://gsa.teletalk.com.bd) থেকে শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ডিজিটাল লটারি প্রক্রিয়া শেষ হওয়ার ২০ মিনিট পর এসএমএস পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এসএমএসে ফল পেতে যেকোনো টেলিটক নম্বর GSA লিখে স্পেস দিয়ে Result লিখে স্পেস দিয়ে আইডি লিখে ১৬২২২ নম্বরে ম্যাসেজ পাঠাতে হবে।
টেলিটক জানিয়েছেন, ভর্তির অপেক্ষমান তালিকাও আজই প্রক্রিয়া করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা । ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
সরকারি ও সরকারিকৃত ৬৫৮ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনসংখ্যা ১ লাখ ১৮ হাজার। তবে আবেদন করেছেন ৫ লাখ ৬৩ হাজার। শিক্ষার্থী। আর ৩ হাজার ১৮৮ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য আসনের সংখ্যা ১০ লাখ ৩ হাজার। আবেদন করেছেন ৩ লাখ ১০ হাজার কিছু বেশি শিক্ষার্থী। সরকারিতে সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা যদি বেসরকারিতে ভর্তি হয়, তাহলে কেন্দ্রীয় লটারিতে যুক্ত হওয়া স্কুলগুলোতেই শূন্য থাকবে প্রায় ৩ লাখ আসন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।