সরকারি স্কুলের দুইজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারুকলার সহকারী শিক্ষক প্রমোদ কুমার মহন্ত ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক আহম্মদ জিবরীল। সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের অবলম্বন করায় সহকারী শিক্ষক আহম্মদ জিবরীলের বিরুদ্ধে মামলা ও তিনি গ্রেফতার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর একটি মামলায় গ্রেফতার হওয়ায় সহকারী শিক্ষক প্রমোদ কুমার মহন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ দুই শিক্ষককে বরখাস্ত করে আলাদা আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গতকাল সোমবার ও গত রোববার আদেশগুলো প্রকাশ করা হয়।
জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক আহম্মদ জিবরীল সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অসদুপায়ের অবলম্বন করায় ২০২২ খ্রিষ্টাব্দে ২১ অক্টোবর তার বিরুদ্ধ মামলা হয়। ওই মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। তাই তাকে সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আর লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারু ও কারুকলার সহকারী শিক্ষক প্রমোদ কুমার মহন্তের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা হলেও ২০২২ খ্রিষ্টাব্দের ২৬ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। তাকেও সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ওই দুই শিক্ষক প্রচলিত নিয়মে সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।