সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন সংগ্রহ শুরু হয়েছে ১ অক্টোবর থেকে। এই কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বদলি প্রত্যাশীরা https://forms.gle/zKSzV6SoqmyrMXkj6- এই লিঙ্কে ঢুকে আবেদন সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের জন্য ‘সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তা বদলি নীতিমালা- ২০২৪’ জারি করা হয়। এই নীতিমালার অনুচ্ছেদ ৪ (খ) এ ‘প্রতি এপ্রিল ও অক্টোবর মাসে শিক্ষক-কর্মকর্তারা যুক্তিযুক্ত কারণে যথাযথ কর্তৃপক্ষের কাছে উল্লিখিত শর্তে সরাসরি (অনলাইনে) আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের আবশ্যকতা নেই।
আবেদনের শর্ত: ১. বর্তমান কর্মস্থলে চাকরিকাল ৩ বছর পূর্ণ হতে হবে। ২. বদলির জন্য উপযুক্ত কারণ থাকতে হবে বলে উল্লেখ রয়েছে।
যেভাবে আবেদন: বদলি নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনলাইনে বদলির আবেদন সংগ্রহ করার জন্য একটি লিঙ্ক Form Link: https://forms.gle/zKSzV6SoqmyrMXkj6 তৈরি করা হয়েছে। এই লিঙ্কে ঢুকে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বদলি হতে ইচ্ছুক শিক্ষক-কর্মকর্তাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় অবশ্যই ফরমটি ভালো করে পড়ে পূরণ করতে হবে।