সরকারিকৃত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের আরও ৭৯ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট বড়গাছী উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী, নাটোরের বড়াইগ্রামের বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী, বগুড়ার শাহজাহানপুরের চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয়ের ১১ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী, লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস্ একাডেমির ১৫ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের ২ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী, ঢাকার কেরানীগঞ্জের শাক্তা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের অ্যাডহক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
জানা গেছে, বড়গাছী উচ্চ বিদ্যালয় ২০১৭ খ্রিষ্টাব্দে ১০ আগস্ট, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ২১ মে, চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দে ২৯ অক্টোবর, রায়পুর মার্চেন্টস্ একাডেমি ২০১৯ খ্রিষ্টাব্দে ১৭ ফেব্রুয়ারি, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০১৭ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর এবং শাক্তা উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ২৮ মে সরকারি করা হয়েছিলো। প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখ থেকে শিক্ষক কর্মচারীদের অ্যাডহক নিয়োগ দেয়া হয়েছে।
অ্যাডহক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ‘জাতীয়করণকৃত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) আত্তীকরণ বিধিমালা ১৯৮৩ (সংশোধনী ১৯৯৪ ও ১৯৯৫)’ এবং সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ অনুসারে নিয়োগ দেয়া হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য অ্যাডহক নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।