মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে শহরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন ও সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদারসহ শিক্ষক নেতারা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, বাংলাদেশে মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ ভাগ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা। আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষাক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য। তাই আমাদের দাবি, মাধ্যমিক শিক্ষা সরকারিকরণ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।