সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারীদের ৮ দাবি - দৈনিকশিক্ষা

সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারীদের ৮ দাবি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সরকারি করা ৩৩৩টি কলেজের শিক্ষক-কর্মচারীদের ক্যাডার মর্যাদা পুনর্বহাল, পদসোপান তৈরি, বঞ্চিত প্রভাষকদের ৬ষ্ঠ গ্রেডে উন্নীত, বদলিসহ আট দাবি জানিয়েছে সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী গ্রেড সুরক্ষা কমিটির নেতারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।

সংগঠনের আহব্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সাজেদুর রহমান লিটু সঞ্চালনা করেন।

এ সময় লিখিত বক্তব্যে নেতারা জানান, বিদায়ী সরকার ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে সারা দেশে সরকারি কলেজবিহীন বিভিন্ন উপজেলায় একটি করে সর্বমোট ৩৩৩টি কলেজ সরকারি ঘোষণা করে। সরকার ওইসব প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণের জন্য ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ জারি করে। অথচ এ বিধি জারির আগে শিক্ষক-কর্মচারীরা ‘আত্তীকরণ বিধিমালা-২০০০’ এর মাধ্যমে আত্তীকৃত হতেন। এবং সেখানে শিক্ষকেরা (বিসিএস সাধারণ শিক্ষা) ক্যাডারের মর্যাদা ও কর্মচারীরা নিজস্ব সুবিধা পেতেন। অথচ দীর্ঘ যুগের নিয়ম ভেঙে বিদায়ী সরকারের শিক্ষাসংশ্লিষ্ট নীতিনির্ধারকরা তৎকালীন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের অনৈতিক পরামর্শে শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ জারি করে। 

ফলে শিক্ষকদের নন-ক্যাডারে প্রবর্তন, বেসরকারি আমলে প্রাপ্ত স্ব-স্ব বেতন গ্রেডের অবনমন, বেসরকারি আমলের প্রায় সব সুযোগ-সুবিধাকে রহিত করে প্রতিটা পদকে ব্লক পোস্ট করে পদোন্নতিরোধ করে প্রাতিষ্ঠানিক অমর্যাদা ও অর্থনৈতিকভাবে ক্ষতি করে। 

এর ফলে একজন প্রভাষক তার চাকরি জীবনের শুরুতে প্রভাষক হিসাবে যোগদান করে ৩০ বছর চাকরির শেষ মেয়াদ পর্যন্ত প্রভাষক পদেই থাকবেন। এসব বৈষম্য নিরসনে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা সভা-সেমিনার ও কর্মশালা করেও কোনো অগ্রগতি না হওয়ায় কিছু সংখ্যাক শিক্ষক-কর্মচারী ইতোমধ্যে আদালতের আশ্রয় নিতে বাধ্য হন। 

বর্তমান সরকারের কাছে মানবিক দাবি, বৈষম্য নিরসনে সারা দেশে ২০১৮ বিধিতে সরকারিকৃত ৩৩৩টি কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সার্বিক কল্যাণ সাধনে ৮ দফা বাস্তবায়নে জোর দাবি জানানো হয়। সভায় সারা দেশ থেকে আগত বিভাগীয় ও জেলা কমিটির প্রতিনিধিরা মতামত তুলে ধরে বক্তব্য দেন।

শিক্ষক লাঞ্ছিত ও পদত্যাগে বাধ্য করার প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিটিএর - dainik shiksha শিক্ষক লাঞ্ছিত ও পদত্যাগে বাধ্য করার প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিটিএর মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি - dainik shiksha মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি আন্দোলনে অসুস্থ ১১ নার্সিং শিক্ষার্থী - dainik shiksha আন্দোলনে অসুস্থ ১১ নার্সিং শিক্ষার্থী প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগপত্রে সই - dainik shiksha প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগপত্রে সই জলবায়ু পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলছে শিক্ষা খাতে - dainik shiksha জলবায়ু পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলছে শিক্ষা খাতে বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশ - dainik shiksha বয়স ৩৫ করার দাবিতে শাহবাগে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশ এমপিওভুক্তি: দীপু মনির ভাই টিপুচক্রের শতকোটি টাকার বাণিজ্য - dainik shiksha এমপিওভুক্তি: দীপু মনির ভাই টিপুচক্রের শতকোটি টাকার বাণিজ্য অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য, আওয়ামী লীগ নেতাকে স্থলাভিষিক্ত করার চেষ্টা - dainik shiksha অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য, আওয়ামী লীগ নেতাকে স্থলাভিষিক্ত করার চেষ্টা ভুয়া নিয়োগে এমপিও: এক মাদরাসার ১৫ শিক্ষকের সনদ যাচাই করবে অধিদপ্তর - dainik shiksha ভুয়া নিয়োগে এমপিও: এক মাদরাসার ১৫ শিক্ষকের সনদ যাচাই করবে অধিদপ্তর বার্ষিক পরীক্ষার উদ্দীপকসহ ও উদ্দীপক ছাড়া প্রশ্ন - dainik shiksha বার্ষিক পরীক্ষার উদ্দীপকসহ ও উদ্দীপক ছাড়া প্রশ্ন একসঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে বেতন তুলতেন মাদরাসা কর্মচারী - dainik shiksha একসঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে বেতন তুলতেন মাদরাসা কর্মচারী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037448406219482