সর্বজনীন পেনশন প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। রোববার (৩০ জুন) সকালে সংগঠনটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি মীর মো, মোর্শেদুর রহমান এবং মহাসচিব মো, নজরুল ইসলাম মিয়াসহ কর্মকর্তারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এদিকে, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচিতে অংশ নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে কাল থেকে সর্বাত্মক কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।
একই সঙ্গে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একই কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়ে রেখেছে।