অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবারও এ কর্মবিরতি পালন করেন তারা। শিক্ষকরা বলছেন, তিন দফা দাবি পূরণে আলাদা কোনো প্রজ্ঞাপন না আসা পর্যন্ত চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, শিক্ষকরা এখন আত্মমর্যাদা ও আত্মসম্মানের জন্য লড়াই করছে। দীর্ঘ ৯ বছর ধরে যে দাবি আমরা করছি সেটা এখনই পূরণ হওয়া দরকার বলে আমি মনে করছি। আমাদের প্রতিনিধি আর সরকারের প্রতিনিধি মিলিয়ে যখন একটা পেনশন স্কিম আসবে তখন সেটা গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নেই।
এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। পরে গত রবিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনদফা দাবি পূরণে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসায় চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে ৪ জুলাই বৈঠকে বসার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। তবে ওইদিন আর বৈঠক হয়নি। সেই বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। ১ জুলাই থেকে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।