দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম: সর্বজনীন পেনশন স্কিমে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পেনশন স্কিম চালু করেছেন। এ সুবিধা সবার নেওয়া উচিত।
শনিবার চট্টগ্রামের আনোয়ারায় বারুণী স্নান উদযাপন পরিষদ আয়োজিত ‘মহাপবিত্র বারুণী স্নান’ উৎসবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সবার কল্যাণ বিবেচনায় সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এই স্কিমের সুবিধা নেওয়ার উচিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর উন্নয়নেও নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাই যেন উন্নয়নের আওতায় আসে, এটাই সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, যা প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তার ফসল। আনোয়ারা-কর্ণফুলী তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার সদা সচেষ্ট।
তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্মীয় উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে অংশগ্রহণ করা বাঙালির বৈশিষ্ট্য। বারুণীর স্নান উদযাপন এ অঞ্চলের প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্য।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, বারুণী স্নান উদযাপন পরিষদের নেতারাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর পর কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল ভাঙন ও বেড়িবাঁধ, চরপাথরঘাটা নয়াহাট ব্রিজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় অনকোলজি বিভাগের রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ এবং চট্টগ্রাম নগরীর বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।