আমাদের বার্তা প্রতিবেদক : সর্বজনীন পেনশনের আওতায় আনতে শিক্ষকদের চাপ দেয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
একইসঙ্গে সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পেনশনের দাবি করেছে বাকবিশিস।
গতকাল শনিবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষকরা তাদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বেতনের ১০ শতাংশ টাকা প্রদান করেন। সীমিত বেতন থেকে ১০ শতাংশ কর্তন ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে তাদের চলা খুবই কষ্টকর। এমতাবস্থায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় অর্থ জমা করা শিক্ষক-কর্মচারীদের জন্য খুব কঠিন।
উদ্বেগের বিষয়-অনেক এলাকায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, যা প্রকারান্তরে অমানবিক।
এমন পরিস্থিতিতে আমরা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ন্যায় পেনশনের দাবিও করা হয় বিবৃতিতে।