সহকারী শিক্ষা অফিসার পদে নিয়োগে চার বছর মেয়াদি অনার্স করা প্রার্থীদের সুযোগ দেয়নি সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রার্থীদের যোগ্যতা হিসেবে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি করা প্রার্থীদের আবেদনের সুযোগ দেয়া হয়েছে। তবে, আগে এ নিয়োগের বিজ্ঞপ্তিতে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি করা প্রার্থীদের পাশাপাশি চার বছর মেয়াদী অনার্স করা প্রার্থীদের সুযোগ দেয়া হতো। এ জটিলতা নিরসন করতে পিএসসিকে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পিএসসির সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ২৬ জুন দশম গ্রেডে সহকারী শিক্ষা কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। কিন্তু ২০১৩ ও ২০১৮ খ্রিষ্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে শিক্ষাগত যোগ্যতা ছিলো, দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি বা চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি। সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা সরকারি চাকরিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে (বিশেষ বিধান) ২০০৩-তে নিয়োগ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এক শিক্ষক মন্ত্রণালয়ে করা আবেদনে এসব বিষয়ে জানিয়েছেন।
বিষয়টি আমলে নিয়ে জটিলতা নিরসনে পিএসসিকে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে পিএসসির সচিবকে পাঠানো উপসচিব মো. আব্দুল মালেক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেজেটেড অফিসার ও নন-গেজেটেড কর্মচারীদের নিয়োগ বিধিমালা ১৯৮৫ (সংশোধিত ১৯৯৪), সরকারি কর্মকমিশনের ২০১৫ ও ২০১৮ খ্রিষ্টাব্দের নিয়োগ বিজ্ঞপ্তি ও সরকারি চাকরিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যদা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা-২০০৩ যাচাই করে ২৬ জুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদের নিয়োগ যোগ্যতার শর্ত জটিলতা অবসান ও বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।