সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় কলেজশিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক শিক্ষার্থীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন। তিনি উপজেলার ধানদিয়া এলাকার বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাগর হোসেনের বাবা এবং পাটকেলঘাটা থানার কাটাখালী গ্রামের বাসিন্দা।
নিহত ব্যক্তির প্রতিবেশী ময়নুল আমিন জানান, নিহত ফারুকের ছেলে সাগর বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আজ ব্যবহারিক পরীক্ষা দিয়ে সাগর তাঁর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সঙ্গে সাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথে কাটাখালী এলাকায় তুচ্ছ ঘটনার জেরে সাগরের সঙ্গে অপর দুই বন্ধুর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। বিষয়টি সাগরের বাবা ফারুক হোসেন জানতে পারলে তিনি নয়ন ও লাকীকে বকাঝকা করেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তাঁর মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে বিষয়টি জানান। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে কাটাখালী এলাকায় এসে ফারুককে বেধড়ক পেটান। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ত্রিশমাইল এলাকায় ফারুক মারা যান।
অভিযুক্ত রুবেল হোসেন এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হোসেন বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।