সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানবনন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রেস ক্লাব। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্যরা, ‘সাংবাদিক হেনস্তা বন্ধ করুন’, ‘সাংবাদিকদের সুরক্ষা চাই’, ‘সাংবাদিকদের নিরাপত্তা কোথায়?’ ‘সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সাংবাদিক নির্যাতন বন্ধ করুন’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এই ধরনের মানববন্ধন আমাদের যে বিবেকের দায় থাকে তা থেকে মুক্তি দেয়। যারা সাংবাদিকতার বিরুদ্ধে অবস্থান নেন, যারা সাংবাদিক নিধন করেন, হত্যা করেন তারা জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু। কারণ সাংবাদিক জাতির বিবেক, সমাজের যে অনাচার অত্যাচার থাকে সেগুলো তুলে এনে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তার ওপর অমানবিক অত্যাচার করা হয়েছে। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এ মানববন্ধন থেকে আমি দাবি জানাই নাদিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হোক।'
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বলেন, করোনার দুর্দিনেও আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তারদের পাশাপাশি জীবন ঝুঁকি নিয়ে সঠিক তথ্য দিতে কাজ করে গেছে সাংবাদিকরা। তারা ৩৬৫ দিন, ২৪ ঘন্টাই দেশের জন্য কাজ করে। যখনই যেই দল অন্যায় করে, যে ব্যক্তি অন্যায় করে তার বিরুদ্ধে লেখালেখি করে। কিছু দূর্বৃত্তরা অনিয়ম, দূর্নীতি টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের গলা চেপে ধরে এই মানববন্ধন থেকে সারা দেশের সাংবাদিকদের ওপর সব জুলুম, নির্যাতন বন্ধের দাবি জানাই। এছাড়া সাংবাদিক নাদিম, সাগর-রুনিসহ সব হত্যার বিচার চাই।