সাংবাদিকতার সিলেবাসে ‘শিশু অধিকার’-কে স্পেশালাইজড ফিল্ড হিসেবে আনার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন । ইতোমধ্যেই ‘হ্যান্ডবুক অন মিডিয়া অ্যান্ড চাইল্ড রাইটস’ নামে একটি বই প্রকাশ করেছে সুরক্ষা কমিশন।
কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, বইটি শিশু অধিকার ও সংশ্লিষ্ট আইনি সংস্থানগুলো সম্পর্কে জানতে সাহায্য করবে। মহিলা, শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দপ্তরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ বলেন, এই বই দেশের অন্য সব শিশু অধিকার কমিশনে পাঠানো হবে ও কীভাবে রাজ্যেও পাঠ্যক্রমে তা আনা যায়, সে বিষয়ে অনুরোধ করা হবে।
কমিশন সূত্রে বলা হয়েছে, রাজ্যজুড়ে শিশু অধিকার সংক্রান্ত মিডিয়া ওয়ার্কশপ করতে গিয়ে কমিশন দেখেছে, কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে। সেখান থেকেই সিলেবাসে অন্তর্ভুক্তির ভাবনা। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, ‘চাইল্ড রাইটস অ্যান্ড জেন্ডার পারসপেক্টিভ’কে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, ১৫০০ শিশুর মধ্যে ২৩৯ জন নিজেদের জন্মগত লিঙ্গ পরিচয় চাইছে না।
এ বছর থেকেই যাতে সাংবাদিকতার সিলেবাসে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টা চলছে। শিশু অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের মতে, সংবাদমাধ্যমকে আরো অনেক বেশি সংবেদনশীল হতে হবে।