দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি গুরুত্বারোপ করেছেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
শনিবার সকালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া প্রকৃত শিক্ষা লাভ হয় না। কিশোর-তরুণদের মাদকসহ খারাপ পথ থেকে মুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সুলতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকা মারুফা বেগম।
অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, জেলা শ্রমীকলীগ আহ্বায়ক মো. ছবির হোসেন, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাফিজ আল মাহমুদ অতিথি ছিলেন। অনুষ্ঠানে ৮০টি ইভেন্টে শিক্ষার্থীদের ২৬০টি পুরস্কার দেয়া হয়।