সাইবার নিরাপত্তা আইনের মামলায় নিজেও আসামি ছিলেন জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এই আইনকে ভালোবাসার কোনো কারণ নেই।
শনিবার (১০ জুলাই) দুপুরে সচিবালয়ে আইন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘যেকোনো ধরনের খারাপ আইন, কোনটা সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। সাইবার নিরাপত্তা আইনে আমিও আসামি ছিলাম, সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন ব্যাপারে যা যা করার আমি করব। এটা ছাত্র–জনতার আকাঙক্ষাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যারা মন্ত্রণালয়ে আছেন, আশা করি সবাই সহযোগিতা করবে।’