মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে অব্যাহতির কথা জানানো হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দীন।
চিঠিতে সাঈদির প্রসঙ্গ উল্লেখ না করে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগ নেতাদের স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
তবে দলীয় সূত্রগুলো বলছে, গত ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতাদের ফেসবুক নজরদারিতে রাখা হয়। তাই যারা সাঈদীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দেওয়াসহ বিভিন্ন লেখা লিখেছেন, প্রমাণ সাপেক্ষে এমন ১৭ পদধারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতির আগে দলীয় বিধি মোতাবেক এসব নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে জানা গেছে।
অব্যাহতিপ্রাপ্ত ছাত্রলীগ নেতারা হচ্ছেন‒ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল খান, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাঈমুল ইসলাম শান্ত, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নাঈম, মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মোল্লা, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেবীদ্বারের বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাদেক হোসেন ব্যাপারী, চান্দিনার বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো. ফাহিম, গল্লাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, বাতাঘাসি ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো. ফাহিম এবং দেবীদ্বারের বারকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন সোমবার সকালে বলেন, 'মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশের আইনে আমৃত্যু কারাদণ্ড পাওয়া একজন স্বীকৃত রাজাকারের জন্য আমাদের ছাত্রলীগ নেতাদের পোস্ট দেওয়া ছিল দুঃখজনক ও বোকামি। তাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক আমরা তাদেরকে বহিষ্কার করেছি।'
তিনি বলেন, 'সাঈদীর মৃত্যুর পর থেকে আমরা বিষয়টি নজরদারিতে রাখছিলাম। আজ-কালের মধ্যে আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হবে। সাঈদীর মতাদর্শের কেউ যদি দলে থেকে থাকেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কাউকে রেহাই দেওয়া হবে না।'
দলীয় বিধান অনুসারে অব্যাহতিপ্রাপ্তদের কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি‒ এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন বলেন, সকল প্রমাণ আমরা কেন্দ্রে জমা দিয়েছি। কেন্দ্র মনে করলে কারণ দর্শানোর নোটিশ দেবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ছাত্রলীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কেউ মন্তব্য করতে রাজি হননি।