ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য ইউনিট এবং গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের ভর্তির জন্য ফরম ও বিষয় পছন্দক্রমের সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার ঢাবি অধিভুক্ত সাত কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিট ভর্তি ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয় পছন্দক্রম পূরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী, অধিভুক্ত সরকারি সাত কলেজের সব ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিট এ পাস করা শিক্ষার্থীরা আগামী ১৬ জুলাই বিকেল ৩ টা হতে ২৯ জুলাই পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম অনলাইনে পূরণ করা যাবে।
জানা গেছে চলতি শিক্ষাবর্ষে , সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন জমা পড়েছিলো ১ লাখ ১ হাজার ২৯ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলেন।
অধিভুক্ত সরকারি সাতটি কলেজে মোট আসন সংখ্যা ২১ হাজর ৫১৩টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৭০৩টি।
রাজধানীর সরকারি সাত কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এদিকে চলতি বছরে গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের মোট ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে ৬ হাজার ৭১৬জন ভর্তিচ্ছু আবেদন করেন। ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে একটি সরকারি কলেজ ও বাকি পাঁচটি বেসরকারি কলেজ রয়েছে।
কলেজগুলো ও মোট আসন সংখ্যা হলো, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ১ হাজার, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ৫৫০, ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্সে ৫৫০, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১০০, আকিজ কলেজ অব হোম ইকনমিক্সে ২৭৫ এবং বরিশাল হোম ইকনমিক্স কলেজে ১৮০টি আসন রয়েছে। সবগুলো কলেজে মোট আসন রয়েছে ২ হাজার ৬৫৫।
প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলোর ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের অধীনে ৬টি কলেজ রয়েছে। এর মধ্যে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১টি টেক্সটাইল ইনস্টিটিউট। চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩টি সরকারি কলেজ এবং ১টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল রিলেটেড ২টি বেসরকারি কলেজ।