ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। এ পরীক্ষা শেষ হবে ২০২৫ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল।
সম্প্রতি সাত কলেজের ওয়েবসাইটে এ পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যারা আগে ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই পরীক্ষায় ১০০ নম্বরের মানোন্নয়ন প্রশ্নে এবং যারা আগে ৭৫ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই পরীক্ষায় ৭৫ নম্বরের প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যারা আগে ৬০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা এই পরীক্ষায় ৬০ নম্বরের মানোন্নয়ন প্রশ্নে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।