ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাবিতে একটা নির্দিষ্ট জায়গা করা হবে, যেখান থেকে তাদের জন্য কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
এ সময় প্রেস সচিব জানান, বিভিন্ন জায়গায় যেসব আন্দোলন হচ্ছে তার মধ্যে সরকার কোন ষড়যন্ত্র দেখে না। উপদেষ্টা পরিষদে নারী ফুটবলারদের শুভেচ্ছা জানানো হয়েছে, নারী ফুটবলারদের দুই মাসের বেতন বাক তা দ্রুতই সমাধান করা হবে। নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতনের সমতা নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিনের কারণে বাফুফেতে নারীদের বেতন আটকে ছিল, সরকার তা নিরসনের ব্যবস্থা করছে বলে জানান প্রেস সচিব।
এদিকে, গতকাল অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এক বিবৃতিতে বলেন, ‘সড়ক অবরোধ, আন্দোলন ও আলটিমেটামের মাধ্যমে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার মতো কোনো নজির বিশ্বের কোথাও নেই।’
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন শিক্ষক সংগঠন নানা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার পাওয়া শিক্ষাখাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে। এ সব দাবি-দাওয়ার মধ্যে ন্যায্য-অন্যায্য এবং কিছুক্ষেত্রে পরস্পর বিরোধী দাবিও আছে। একটি বৈষম্য বিরোধী দাবি মানলে, অন্যান্য ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে।’
উপদেষ্টা বলেন, ‘শিক্ষাখাতের যেকোনো গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি পূরণের সুদূর প্রসারী প্রভাব থাকে এবং এর জন্য তাৎক্ষণিক সমাধান দেয়া কঠিন। অথচ সব কয়টি দাবির পেছনের আন্দোলনকারীরা তাদের দাবিকেই সবচেয়ে অগ্রাধিকার হিসেবে দেখছেন এবং দাবিগুলোকে শুধু রাস্তায় আন্দোলন করে তাৎক্ষণিক সমাধানযোগ্য মনে করছেন। এতে, একদিকে যেমন রাস্তা অবরোধের ফলে অপরিসীম জনদুর্ভোগ হচ্ছে; সরকারও দাবিগুলো যথাযথ বিবেচনার সুযোগ পাচ্ছে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এই কমিটি সাত সপ্তাহের মধ্যে দ্রুত একটি প্রতিবেদন তৈরি করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনের আলটিমেটাম দিয়ে গত বুধবার দ্বিতীয় দিনের মতো সড়ক ছাড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীল সায়েন্সল্যাব মোড়ের সবগুলো সড়কে যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীরা আগামী শনিবার পর্যন্ত সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনের আলটিমেটাম দিয়েছে। না হলে রোববার থেকে নতুন কর্মসূচি দেয়ার কথাও জানিয়েছে তারা।
২০১৭ খ্রিষ্টাব্দে ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই এই সমস্যার সূত্রপাত।