ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের একাডেমিক সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করতে যাচ্ছে ঢাবি শাখা ছাত্রলীগ। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের একাডেমিক নানা সংকট নিরসনের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মনে করে সাত কলেজের শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকা সংগঠনটির নৈতিক দায়িত্ব।
জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন দৈনিক শিক্ষাডটককে বলেন, আমরা দীর্ঘদিন ধরে খেয়াল করেছি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। আমরা এ শিক্ষার্থীদের কথা শুনতে চাই এবং সেগুলো সমাধানে ঢাবি উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের কথাগুলো বলতে চাই।
এর মাধ্যমে ঢাবি ছাত্রলীগ অধিভুক্ত কলেজের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মতবিনিময় সভার সঙ্গে নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই। তাছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাত কলেজের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবেন। তারপর দেশনেত্রী শেখ হাসিনা যা সিদ্ধান্ত দেবেন, সেটিই হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।