যাত্রাবাড়ির ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের হামলায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুরের কারণে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্সের দুই বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচিতে ২৬ নভেম্বরের পরীক্ষা ২০২৫ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি ও ২৮ নভেম্বরের পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার সাত কলেজের ওয়েবসাইটে এ নতুন সূচি প্রকাশ করা হয়।
ওয়েবসাইটের চিঠিতে বলা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২৫ এবং ২৭ নভেম্বর প্রকাশিত ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিত করা পরীক্ষা উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ২৬ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ির ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। সেদিন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিলো। ভাঙচুরের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরিস্থিতির উন্নতি না হলে ২৮ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।