সাত দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিকশিক্ষা

সাত দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভেঙে দেয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, নতুন ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়নসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে  শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। এ সময় তারা নতুন ক্যাম্পাসের উন্নয়ন কাজ দ্রুত শেষ করার দাবি জানান। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফাইয়াজুল আজাদ রুদ্র বলেন, আমাদের নতুন ক্যাম্পাস নির্মাণের কাজে নূর আলম বাবুলসহ যারা বাধা দিচ্ছে তাদের জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, অতি দ্রুত শিক্ষার্থীদের জন্য হলসহ নতুন ক্যাম্পাস নির্মাণ কাজ শেষ করতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের ৭ দফা দাবি মেনে নিতে হবে। যদি এর মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা পুরান ঢাকা অচল করে দেব। সম্পূর্ণ নির্বিঘ্নে অতি দ্রুত নতুন ক্যাম্পাসের বাস্তবায়ন চাই।

শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের দেয়াল ভাঙার অভিযোগে নূর আলম বাবুলসহ তার লোকজনদের আইনের আওতায় আনা, ক্যাম্পাসের সমতল ভূমি থেকে যারা মাটি চুরি করে ১৫০টি কুপ করেছে তদন্তের মাধ্যমে তাদের বিচার, নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, নতুন ক্যাম্পাসে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষিত পুলিশ ফাঁড়ির দ্রুত বাস্তবায়ন, নতুন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য নিজস্ব নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা, চলমান সীমানা প্রাচীরের কাজ দ্রুত শেষ করা ও কোনো অদৃশ্য শক্তি যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যাঘাত না করতে পারে তার নিশ্চয়তা দেয়া। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের মুজাহিদনগর মাদরাসার পাশে সীমানা প্রাচীর ভেঙে দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভাঙচুরকারীদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে পুলিশ গেলে ভাঙচুর চালানো লোকজন পালিয়ে যান। 

প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ - dainik shiksha প্রায় দুই লাখ এইচএসসি পরীক্ষার্থীর পাঁচ লাখ খাতা চ্যালেঞ্জ ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা - dainik shiksha ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, রোজ সম্মানী পাবেন ৫০০ টাকা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ - dainik shiksha বেসরকারি মেডিক্যাল-ডেন্টালের ভর্তি ফি নির্ধারণ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ - dainik shiksha ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধে গণভোটের দাবিতে বিক্ষোভ নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে - dainik shiksha নিম্নমানের বেসরকারি মেডিক্যাল কলেজ বন্ধ করে দেয়া হবে আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে - dainik shiksha আসিফ নজরুলের সাথে কি ঘটেছিল জেনেভা বিমানবন্দরে please click here to view dainikshiksha website Execution time: 0.0034267902374268