প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে সোমবার (৫ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডেকেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ঢাকা এখন সাধারণ মানুষের দখলে।
সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে হাজার হাজার মানুষ ঢাকায় প্রবেশের জন্য আসতে থাকেন। অনেকেই ঢাকায় প্রবেশ করেন শাহবাগের মূল কর্মসূচিতে যোগদান। বিকেলেও ঢাকায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি ছিল লোকের লোকারণ্য। শেখ হাসিনা পদত্যাগ করেছেন শোনার পর মানুষ উল্লাস প্রকাশ করে নানা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের সঙ্গে বৃদ্ধ, শিশুরাও এ মহাসড়কে অবস্থান করছেন। বিপুলসংখ্যক নারীদেরও এ মহাসড়কের দুপাশে অবস্থান করতে দেখা যায়।
সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীকে বহন করা দুটি জিপ গাড়ি এ মহাসড়ক ধরে যাত্রাবাড়ীর দিকে যেতে দেখা যায়। মানুষের ভিড়ে জিপ দুটি এগোতে পারছিল না। দু’পাশে থাকা মানুষ সেনাবাহিনীর সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছিলেন। রাস্তায় থাকা মানুষ সেনাসদস্যদের সঙ্গে হাত মিলাচ্ছিলেন। প্রচণ্ড ভিড়ের কারণে অনেকেই হাত মেলানোর চেষ্টা করে ব্যর্থ হতে দেখা যায়। সাধারণ মানুষের উচ্ছ্বাসের সাড়াও দিচ্ছিলেন সেনাসদস্যরা। কেউ কেউ সেনাসদস্যদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। দু’পাশের জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সমর্থন জানান সেনাসদস্যরাও।
বিকেলের দিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঘোষণা দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।