যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা গ্রামে সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুলাই) গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বজিৎ মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উপজেলার গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে মোহনা চক্রবর্তী মিতু (১২)। তিনি পাশের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মিতুর পরিবার জানান, সোমবার রাতে মিতু তার দাদির সঙ্গে ঘরের ভেতর ঘুমিয়েছিল। পরে একই দিন রাত ১১টায় তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপ কামড় দেয়। এ সময় বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যায়। পরে সেখানে ঝাড়ফুঁকে কোনো কাজ হয়নি। এ সময় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেওয়া হয়। এ ছাড়াও সেখানে ঝাড়ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেম্বার বিশ্বজিৎ মল্লিক জানান, মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। বুধবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।