সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা - দৈনিকশিক্ষা

সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। 

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং খোলামেলা আলোচনা করেছেন সাফজয়ী নারী ফুটবলাররা। জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুটবলারদের সকালের নাস্তায় আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে সাফজয়ীদের কথা মনোযোগ সহকারে শোনেন অন্তর্বর্তী সরকার প্রধান। তারা আবাসন-অনুশীলনে সমস্যা, বেতন কাঠামো পরিবর্তনসহ নানা বিষয় তুলে ধরেন। সবার সমস্যার কথা শুনে লিখিত আকারে দেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। ফুটবলাররও যত দ্রুত সম্ভব তা পৌঁছে দেয়ার কথা জানান। 

প্রধান উপদেষ্টা কী বলেছেন, এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘স্যার (ড. ইউনূস) খুবই উৎসাহ জুগিয়েছেন। বলেছেন, জয়ের ধারা অব্যাহত রাখতে হবে’।

পরে প্রধান উপদেষ্টাকে প্রতিটি খেলায়াড়ের সাইন করা জার্সি এবং ফুটবল উপহার দেয়া হয় বলেও জানান আসিফ মাহমুদ।

সহকারী কোচসহ বাফুফের কেউ অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকা নিয়েও প্রশ্ন আসে। ক্রীড়া উপদেষ্টা বলেন, যে ২৫ জনের তালিকা তার কাছে এসেছিল, তা ধরেই আমন্ত্রণ জানানো হয়। সেখানে সহকারী কোচের নাম ছিল না। আর বাফুফে সভাপতি দেশে নেই বলেও জানান তিনি।

আসিফ মাহমুদ আরো বলেন, ক্রীড়াক্ষেত্রের মূল স্টেকহোল্ডার খেলোয়াড়রা। তারাই সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে। এতদিন যা পেতো কমিটির সদস্যরা।

খেলোয়াড়দের দুই মাসের বেতন বকেয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সালাউদ্দিন সাহেবের কমিটি নেই। বাফুফেতে নতুন কমিটি এসেছে। তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেয়া হবে’।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0038349628448486