রাজধানীর ঢাকা ক্লাবে ‘আসাম ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রমের আয়োজনে শিক্ষা কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করে গুয়াহাটির সহকারী হাইকমিশনার। এতে জেআইএস ইউনিভার্সিটি, ফ্রেন্ডস অফ বাংলাদেশ, সার্ক কালচারাল সোসাইটি, নর্থ ইস্ট সলিউশনস অংশগ্রহণ করে।
প্রথমবারের মতো, কনক্লেভ পূর্বাঞ্চলের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে।
অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ, শিক্ষা বিনিময় বৃদ্ধি এবং দুদেশের মধ্যে যোগাযোগের সেতু নির্মাণের লক্ষে আগামীতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে লেখক ও সাংস্কৃতিক কর্মী মৌ-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশে ব্যতিক্রম মাসডোর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ভারতরত্ন জন্মবার্ষিকী উদযাপন। ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে বাংলাদেশে ড. ভূপেন হাজারিকা, বঙ্গবন্ধু শেখের অসমীয়া অনুবাদ প্রকাশ করছেন মুজিবুর রহমানের ‘কারাগারের দিনলিপি’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং সম্প্রতি, হোস্টিং ২১ এপ্রিল "ব্যতিক্রম মেডিক্যাল ট্যুরিজম কনক্লেভ", যা উল্লেখযোগ্যভাবে চিকিৎসা খাতকে প্রভাবিত করে দুই দেশকেই।
উপস্থিত চিলেন, ব্যতিক্রম এর সভাপতি ডা. সৌমেন। তিনি বলেন ‘দুই দেশের মধ্যে সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বিনিময় হবে, দুদেশের অর্থনীতিও শক্তিশালী হবে। ব্যতিক্রম মাসদো এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এই লক্ষে।
গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন বলেন, বাংলাদেশ এবং ভারত সত্যি দুই দেশ প্রশংসনীয় বন্ধু, এবং এই বছর 'ব্যতিক্রম' আয়োজন করেছে শিক্ষা সম্মেলন।
আমি আশাবাদী এই কনক্লেভ বাংলাদেশ ও আসামের জন্য উপকারী হবে।