দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দুই বছর মেয়াদি সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড শিক্ষাক্রমের ১ম ও ৩য় পর্ব সমাপনী ও ২য় পর্ব অকৃতকার্য এবং ৪র্থ পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৩ এর সময়সূচি প্রকাশ করেছে ডিপ্লোমা শাখার পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ।
রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ব্যাবহারিক পরীক্ষা ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর অনাভ্যন্তরীণ পরীক্ষক নিয়োগ দিয়ে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সময়সূচি মোতাবেক অনলাইনে পিএফ নম্বর প্রেরণ অনুপস্থিত তালিকা এন্ট্রি করতে হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিভাগীয় প্রধানদের মাধ্যমে পরীক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী গ্রুপ ভাগ করে ব্যাবহারিক পরীক্ষার সময়সূচি প্রস্তুত করে বোর্ডের অনুমোদনের জন্য প্রেরণ করবেন বলে জানানো হয়।