১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় ও স্কুল-২ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের সাত শতাধিক কেন্দ্রে এ পরীক্ষায় সাড়ে আট লাখ প্রার্থীর অংশ নেয়ার কথা ছিলো। এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার অনুষ্ঠিত স্কুল পর্যায় ও স্কুল-২ পর্যায়ের পরীক্ষায় ৮ লাখ ৫৫ হাজার প্রার্থীর অংশ নেয়ার কথা ছিলো। বিকেল তিনটা পর্যন্ত কতজন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন সে তথ্য এনটিআরসিএতে এসে পৌঁছায়নি। সংশ্লিষ্টরা বলছেন, তারা বিকেল পর্যন্ত ১০টি কেন্দ্রের তথ্য পেয়েছেন, রাতের মধ্যে সব কেন্দ্রের তথ্য তারা পাবেন।
পরীক্ষা নিয়ে কুমিল্লা জেলার প্রার্থী মিফতাহুল জান্নাত আরিবা জানান, নেগেটিভ মার্কের ভয়ে বেশি দাগাইনি। ৪০টার মতো কারেক্ট করে আরও কিছু দাগিয়েছি, যেখান থেকে দু চারটা ভুল হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থী তোফাজ্জল হোসেন জানান, ৬২টি দাগিয়েছি কিন্তু ৭-৮টি ভুল হয়েছে।
রাজশাহীর প্রার্থী ফজলে কবির জানান, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে বলে মনে হয়েছে।
পরীক্ষা নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক তাহসিনুর রহমান শুক্রবার দুপুরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি। পরীক্ষা নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, প্রার্থীরা সন্তুষ্টু হলে আমরাও সন্তুষ্ট। আমাদের প্রার্থীরা ঠিকভাবে পরীক্ষা দিক সেটাই চাই।
আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ইতোমধ্যে অ্যাডমিট কার্ড পেয়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।