সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়েছে। এ বছর ‘জোয়ার পরিবর্তনে স্পন্দন হারাচ্ছে সমুদ্র’ প্রতিপাদ্যে পালিত হলো দিবসটি।
বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ড. পার্থ প্রতিম বর্মনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক নেতাসহ অন্যান্য শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা বলেন, বর্তমান বিশ্বে মানবসৃষ্ট যতোগুলো সমস্যা পৃথিবী ধ্বংসের কারণ হতে পারে, তাদের মধ্যে সমুদ্র দূষণ অন্যতম। বর্তমানে পৃথিবীতে প্রতিবছর প্রায় ১৪ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে পতিত হয়। বর্তমানে সমুদ্রে যতো প্লাস্টিক সরাসরি নিক্ষেপ করা হয় তার প্রায় পুরোটার জন্য দায়ী মাছ ধরা নৌকা ও জাহাজগুলো।
উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তফা শামসুজ্জামান বলেন, বাংলাদেশের মোট সমুদ্রসীমার ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি টেরিটোরিয়াল অংশ বঙ্গোপসাগরে অধিকৃত। যা মায়ানমার ও ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধের পর এটলাস ও আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ের পর চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
তিনি বলেন, এতো বিশাল পরিমাণ সমুদ্রসম্পদ আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বিশাল সম্ভাবনার পথ দেখাচ্ছে। আর এই বিরাট সমুদ্রসীমাকে কাজে লাগানোর জন্য সমুদ্র গবেষণার কোনো বিকল্প নেই। তাই আমরা আমাদের উপাচার্যের কাছে বিনীতভাবে অনুরোধ করবো।
প্রসঙ্গত, ১৯৯২ খ্রিষ্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে প্রতিবছর ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে বছরই প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। এরপর ২০০৮ খ্রিষ্টাব্দে জাতিসংঘ বিশ্ব সমুদ্র দিবস পালনের বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।