অস্ট্রেলিয়া সরকারের দেওয়া একটি স্কলারশিপ হচ্ছে ‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’। এই স্কলারশিপের আওতায় দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পিএইচডি স্নাতকোত্তরে আগ্রহী বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সাধারণত স্নাতকোত্তরের জন্য দুই বছর ও পিএইচডির জন্য সর্বোচ্চচার বছরের এই বৃত্তি দেয়া হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ক্যাম্পারডাউন এবং ডার্লিংটন শহরতলিতে অবস্থিত।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। রয়েছে আবাসনের ব্যবস্থা, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচসহ সব মিলিয়ে বার্ষিক ৪০ হাজার ১০৯ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ ১৮ হাজার ৯১৮ টাকা)।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল এবং গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে। বর্তমানে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে। গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে এবং আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।
প্রয়োজনীয় তথ্য
প্রার্থীদের পাসপোর্ট এবং ছবি, অ্যাকাডেমিক পেপারস, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার, আবেদনকারীর সিভি ও আইইএলটিএস অ্যাকাডেমিক স্কোর বা টোফেল স্কোর।
বৃত্তির মেয়াদ
রিসার্চ ডক্টরেট স্টাডিজের জন্য ১৪টি রিসার্চ পিরিয়ড (সম্পূর্ণ সময়) বা রিসার্চ মাস্টার্স অধ্যয়নের জন্য ৭টি রিসার্চ পিরিয়ড পর্যন্ত স্কলারশিপ দেয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৪
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://shorturl.at/eQ6aW