নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। রোববার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান সিভাসু পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারীরা, বিভিন্ন অনুষদ, আবাসিক হল এবং প্রগতিশীল শিক্ষক ফোরামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম লুৎফুল আহসান।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সিভাসু কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা (বিষয়: মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধু), মিলাদ ও বিশেষ মোনাজাত এবং আলোকসজ্জ্বা।