দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান।
দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের প্রভোস্ট ড. তোফাজ্জল মো. রাকিব, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সমন্বয়ক (উচ্চশিক্ষা ও গবেষণা) প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, পরিচালক (শাশি) মো. মজিবুর রহমান এবং প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা।