দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৬ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৪৫২ জন।
রোববার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। গনভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও শিক্ষাপ্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।
জানা গেছে, চলতি বছর সিলেট বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৯ হাজার ৭৩ জন শিক্ষার্থী। পাস করেছেন ৮০ হাজার ৬ জন। ফেল করেছেন ২৯ হাজার ৬৭ জন। সিলেট বোর্ডে পাসের হার কমেছে, জিপিএ-৫ এর সংখ্যাও বেড়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।