মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ টাকাসহ রুবেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন নবীনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
বুড়িপোতা বিজিবি কোম্পানী কমান্ডার তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ মেইন পিলারের ৫০ গজ দুরে ইউএস ডলার ও বাংলাদেশি টাকা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ইউএস ডলার ও টাকা রুবেল হোসেনের না। কেউ তাকে পাঁচারের জন্য দিতে পারে। তাকে বিজিবি ক্যাম্পে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইউএস ডলার ও টাকা পাঁচারের সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে হস্তান্তর করা হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।