দৈনিক শিক্ষাডটকম, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে সুপারি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায়, ওই নির্যাতিত ছাত্রের একজনের মা লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৭ মে) রাতে হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির খামারবাড়ি এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতিত আসিফ (৮) ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে ও অপরজন শরিফুল (৯) একই এলাকার আমিনুর ইসলামের ছেলে। তারা দুইজনেই হারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সুপারি চুরির সন্দেহে ওই দুই শিশুকে কৌশলে ডেকে নিয়ে বেধড়ক কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটায় সাগর ভান্ডারী নামক এক ব্যক্তি।
এছাড়াও তাদের হাত পা বেঁধে, মুখে গামছা ও টেপ পেঁচিয়ে মোটরসাইকেলের রডের তালা দিয়ে পেটায় সাগর। এতে ওই দুই শিশু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী শিশু দুইজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই তারা চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত সাগর একই এলাকার মৃত-আইয়ুব আলী ভান্ডারীর ছেলে।
নির্যাতনের শিকার আসিফ জানান, আমরা সুপারি চুরি করি নাই। কিন্তু সাগর চাচা আমাদেরকে কায়দা করে তুলে নিয়ে যায়। আমি তার মাইর সহ্য করতে না পেরে তার পা ধরতে চেয়েছি’।
নির্যাতিত অপর শিশু শরিফুল বলেন, ‘আমাদের গলায় ছুরি রেখে আমরা সুপারি চুরি করেছি তা স্বীকার করতে বাধ্য করানো হয়। কিন্তু আমরা তো চুরি করি নাই। আমরা এর বিচার চাই'।
এ বিষয়ে অভিযুক্ত সাগরের মুঠোফোনে যোগাযোগ করা হলে, সে কলটি কেটে দেয় এবং ফোন বন্ধ করে রাখে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে’।