বিশেষ গণবিজ্ঞপ্তি ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের জয়েনিং স্ট্যাটাসে ‘ইয়েস/নো’ অপশন চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
রোববার (৮ জানুয়ারি) এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘‘বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ৩য় গণবিজ্ঞপ্তির ২য় ধাপে যে সকল প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে, ঐ সকল প্রার্থীর সুপরিশপত্রের ৪নং অনুচ্ছেদে প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক জয়েনিং স্ট্যাটাস অপশনে ‘Yes / No’ ক্লিক করা বিষয়টি উল্লেখ আছে।
বর্তমানে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদার ভিত্তিতে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান আছে এবং উক্ত ‘e-Application’ গ্রহণ করা হচ্ছে। এ পর্যায়ে শূন্য পদের তথ্যের প্রয়োজনীয়তা না থাকায় এবং ‘e Application’ গ্রহণ কার্যক্রম চলমান অবস্থায় ‘Joining Status’ অপশন চালু করা সম্ভব হচ্ছে না বিধায় প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক ‘Joining Status’ অপশনে ‘Yes / No’ প্রদানের আশ্যকতা নেই।’’
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।