সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত করেছেন।
বুধবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে জানানো হয়েছিলো, আগামীকাল বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম সীমিত আকারে সরাসরি, ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে। তবে আপিল বিভাগ বন্ধ থাকবে।
জানা যায়, তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি কাল থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
তবে সকালের এ আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে বলে জানানো হয়।