ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কেক কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূরনবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি এবং ঢাবি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ করে শিল্প খাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক, গবেষক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বিভাগীয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দেশের বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, আপনাদের উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমে তাঁর মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামান সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভাগের শিক্ষক, গবেষক, অ্যালামনাই ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। দেশের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে রাসায়নিক দ্রব্যের যথাযথ ব্যবহারে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।