পটুয়াখালী মির্জাগঞ্জের সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে এ নবীন বরণের আয়োজন করা হয়।
সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গভর্নিং বডির সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ।
কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী উম্মে বৈশাখী মিষ্টির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ কবিতা রানী হাজরা, পরিচালনা কমিটির সদস্য সোহারাব হোসেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, সমাজবিজ্ঞানের প্রভাষক মো. ফিরোজ আলম জুয়েল, ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. কাওসার হোসেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তাদের উদ্দেশে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌস তমা। পরে কলেজটির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান নবীনদের উদ্দেশে বলেন, তোমাদের স্বাগত জানাচ্ছি। ধৈর্য ধরে, সময় নিয়ে যারা কাজ করে, তারা অনেক বড় হয়। তোমরা এখান থেকে জীবন গড়ো। ভালো মানুষ হও, পরিবার ও সমাজের জন্য কাজে লাগো, দেশের জন্য কাজে করো- এটুকুই কামনা।