বিএনপির সঙ্গে রাজনীতির পরিত্যক্ত এবং টোকাই শক্তি জোট করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারবে। এজন্য তাদের রুখে দিতে রাজপথে থাকতে হবে।
শনিবার বিকেলে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি ডান-বাম নিয়ে বহুবার জোট করেছে। কিন্তু উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কাছে ধরাশায়ী হয়েছে। তাদের ৩৪ দলীয় জোটের পরিণতিও একই হবে। কারণ, জোট নিয়ে বিএনপি দিনের বেলায় পদযাত্রা, পদভ্রমণ করে; রাত হলেই কূটনীতিকদের পদলেহন করে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি ভালো করেই জানে জনগণের ভোট নিয়ে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। এ জন্য নানা ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি ফের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলে শত শত উকিল আব্দুস সাত্তার প্রস্তুত রয়েছেন। আছেন নাজমুল হুদারাও।
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি প্রমুখ।