দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় দুপুর সাড়ে ১১টায়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেন ১০ জন ভর্তিচ্ছু।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০.৬৩ শতাংশ। আগামী দুই সপ্তাহের মাঝে পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তিচ্ছুরা লিখিত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বেলাল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নতুন ব্যাচের ক্লাস আগামী জুলাই থেকে শুরু হবে। এসময় ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের সার্বিক সেবায় কাজ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বুটেক্স সাংবাদিক সমিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও জেলা ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১০টি বিষয়ে এবার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো- ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)।
টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)।