আলোচনা সভাতে বসার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনায় তামান্না জেসমিন রিভাকে থাপ্পড় দেয়া ঢাবির বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী কর্মী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে তিনি জয়-লেখকের কমিটিতে উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা- পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের কর্মী তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেনো পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী তিন দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট ঢাবির টিএসসি মিলনায়তনে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা শেষে প্রবেশ পথে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, আলোচনা সভার প্রথম দিকের চেয়ারে বসা ছিলো ঢাবি রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন নারী নেত্রী।
এ সময় তাদেরকে উঠে যেতে বলেন রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী। তারা রিভাদের চেনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এদিকে রিভার গলা টিপে ধরে তাকে থাপ্পড় মারার অভিযোগ তোলা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে ইডেন কলেজ ছাত্রলীগের অন্তঃকোন্দলের কারণে বেশ আলোচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে ছাত্রীদের নির্যাতন ও সিট বাণিজ্যের অভিযোগ ছিলো।