সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগামের (সেসিপ) সব কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রামটি বাস্তবায়নের মেয়াদ ছিল। তবে, তার মেয়াদ ২০২৩ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সেসিপের প্রোগ্রাম পরিচালক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তাই সেসিপের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
সেসিপ থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। বুধবার আদেশটি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগাম (সেসিপ) বাস্তাবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় ও কোভিড-১৯ মহামারির কারণে সেসিপের অসমাপ্ত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রামের মেয়াদ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন। যথাযথ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা হবে।
তাই, আদেশে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগামের (সেসিপ) সব কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলা হয়েছে আদেশে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব (লিংক যাবে) করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।