কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। গত ২০১৯ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে মরহুমের নির্বাচনী এলাকা হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে দলীয় নেতাকর্মীরা।
পাশাপাশি কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানেও দলীয় এবং সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মরণসভা, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বলে জানান সৈয়দ আশরাফের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী ডা: সৈয়দা জাকিয়া নুর লিপির ব্যক্তিগত কর্মকর্তা মো: মিজানুর রহমান।
প্রসঙ্গত ১৯৫২ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি ময়মনসিংহে সৈয়দ আশরাফ জন্মগ্রহণ করেন। তৎকালীন ঐতিহাসিক মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম পরপর দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেসময় বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও বিগত ওয়ান-ইলেভেনের সময়ে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর বিগত ২০০৯ খ্রিষ্টাব্দে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ খ্রিষ্টাব্দে সম্মেলনে তিনি টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০১৬ খ্রিষ্টাব্দের সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন তিনি।