দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ : তীব্রশীত ও ঘনকুয়াশায় স্থবির হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। রোববার জেলার তাপমাত্র ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিলো। এ পরিস্থিতিতে আগামীকাল সোমবার জেলার সব মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রোববার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে সোমবার ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলগাছী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যাবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় রোববার সকাল ৬টা ও ৯টায় নওগাঁর তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরেও এদিন ছুটি ঘোষণা করা হয়নি।
শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতে জুবুথুবু হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এ বৈরি আবহাওয়ায় মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন নেই। এ পরিস্থিতিতে জেলা শিক্ষক সমিতির সভাপতি মহাতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর প্রাং স্কুল ছুটি ঘোষণা করার পরামর্শ দিয়েছেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশুরোগ বিশেষজ্ঞ) ফরিদ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে যোগাযোগ করে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ৫৪টি শিশু ভর্তি আছেন। গত কয়েক দিনে সর্দি-জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। শয্যা সংকটের কারণে কোনো কোনো বেডে দুটি শিশুকে রাখা হয়েছে। বেডে জায়গা না পেয়ে অনেক রোগী ওয়ার্ড ও করিডরের মেঝেতে জায়গা দিতে হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।