বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টের পরিচালনায় ‘জাতীয় প্রতিভা অন্বেষণ - ২০২৩’ এর বিজয়ী কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট এ তিন শাখায় মোট দশটি বিষয়ে সর্বমোট ১২১ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে সেরাদের বাছাই করা হয়েছে। তবে আমি মনে করি বাংলাদেশ স্কাউটের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকে প্রতিভাবান। প্রতিভা না থাকলে, এই জাতীয় মহৎ কাজে নিয়োজিত থাকা যায় না। নিজের জেলাতে কবিতা, গান, নাচ, কেরাত, মূকাভিনয় এমন নানাবিধ কাজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এখানে এসেছে ; যা ভীষণভাবে আমাদের অনুপ্রাণিত করে।
বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দেশে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে অনেক ছেলে-মেয়ে আছে, যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। একসময় সেই অভাবের কারণে তাদের প্রতিভা অধরাই রয়ে যায়। আমাদের উচিত তাদের লাইম লাইটে আনা।
এর আগে বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. ফসিউল্লাহ্ শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে জাতীয় অন্বেষণ প্রতিযোগিতা করে আসছে। জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে হলে বিভিন্ন অঞ্চল পর্যায়ে অংশ নিতে হয়। অঞ্চল পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা জাতীয় পর্যায়ে এসে ঢাকা এসে অংশগ্রহণ করেন। কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট এ তিন শাখায় মোট দশটি বিষয়ে ২০২২ খ্রিষ্টাব্দে তিন শাখার বিভিন্ন বিষয়ে জাতীয় পর্যায়ে ১০০ জন প্রতিযোগী এবং ২০২৩ খ্রিষ্টাব্দে জাতীয় পর্যায়ে ২২৯ জন প্রতিযোগী অংশ নেন। ২০২২ খ্রিষ্টাব্দের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১৯ জন প্রথম ২০ জন দ্বিতীয় ও ১৭ জন তৃতীয় স্থান এবং ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ২২ জন প্রথম, ২১ জন দ্বিতীয় ও ২২ জন তৃতীয় স্থান অর্জন করেন। কোভিড ১৯ মহামারীর কারণে ২০২২ খ্রিষ্টাব্দে পুরষ্কার বিতরণ করা যায়নি। এবার সর্বমোট ১২১ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।